ঈমানের সর্বপ্রথম ও সর্ব প্রধান বিষয়় হলো তাওহীদ। অর্থাৎ মুমিন ও মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তা’আলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহিদ বা বিশ্বাস ব্যতীত কোন ব্যক্তি ঈমান ও ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপর প্রতিষ্ঠিত।
পৃথিবীতে যত নবী-রাসূলগণ এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকল নবী গনের দাওয়াতের মূল কথা ছিল – লা ইলাহা ইল্লাল্লাহ হঠাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহ বা মাবুদ নেই। তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য নবী-রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। মূলত তাওহিদই হলো ঈমানের মূল। ইসলামে তাওহীদের গুরুত্ব অপরিসীম।
তাই তাওহীদকে ভালোভাবে বুঝা এবং জানার গুরুত্ব অপরিসীম। Hasanah Publication এবং তাওহীদের উপর গুরুত্বপূর্ণ দুটি বই আমাদের সামনে নিয়ে আসছে ইনশাআল্লাহ।
বই: ইসলামের মূলনীতি
লেখক: আল্লামা ইদরীস কান্ধলবী রহ:
অনুবাদক: আরিফ আফ্ফান
প্রকাশনায়: হাসানাহ পাবলিকেশন
মলাট মূল্য: ২৩০ টাকা
বই: তাওহীদের পাঠশালা
লেখক: সাঈদ ইবনে আলি আল-কাহতানি
অনুবাদক: রাশেদুল আলম
সম্পাদক: জুবায়ের রশীদ
মলাট মূল্য: ২৫৪ টাকা
hasanah –
ঈমানের সর্বপ্রথম ও সর্ব প্রধান বিষয়় হলো তাওহীদ। অর্থাৎ মুমিন ও মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তা’আলার একত্ববাদে বিশ্বাস করতে হবে। তাওহিদ বা বিশ্বাস ব্যতীত কোন ব্যক্তি ঈমান ও ইসলামে প্রবেশ করতে পারে না। ইসলামের সকল শিক্ষা ও আদর্শ তাওহীদের উপর প্রতিষ্ঠিত।
পৃথিবীতে যত নবী-রাসূলগণ এসেছেন সকলেই তাওহীদের দাওয়াত দিয়েছেন। সকল নবী গনের দাওয়াতের মূল কথা ছিল – লা ইলাহা ইল্লাল্লাহ হঠাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহ বা মাবুদ নেই। তাওহীদের শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য নবী-রাসূলগণ আজীবন সংগ্রাম করেছেন। মূলত তাওহিদই হলো ঈমানের মূল। ইসলামে তাওহীদের গুরুত্ব অপরিসীম।
তাই তাওহীদকে ভালোভাবে বুঝা এবং জানার গুরুত্ব অপরিসীম। Hasanah Publication এবং তাওহীদের উপর গুরুত্বপূর্ণ দুটি বই আমাদের সামনে নিয়ে আসছে ইনশাআল্লাহ।