আল্লাহ তাওবাকারীকে ভালবাসেন
পাঠ অনুভূতি: একটা বই যখন আপনার জীবনের সাথে মিলে যাওয়া সমস্যাগুলোর সমাধান দেখিয়ে দিবে, সমস্যাগুলো সমাধানের পথ বাতলে দিবে তখন সে বইটা আপনার ভালো লাগবেই। বইটা সুন্দর উপস্থাপনার মাধ্যমে কল্যাণ ও সফলতার পথ দেখিয়ে দিয়েছে। বান্দা গুনাহ করে ফেললে সাথেসাথে তাওবা করবে কেননা গুনাহকারীদের মধ্যে তাওবাহকারীরাই উত্তম। পুরো বইতে কুরআন ও হাদিসের মিশেলে এরকম অনেক জীবন পরিবর্তনীয় আলোচনা স্থান পেয়েছে যা মহান রবের ক্ষমা অনুসন্ধান করতে আমাকে বেশ সাহায্য করেছে।
মানুষের ফিতরাত হলো সে গুনাহ করবেই। গুনাহগার বান্দা গুনাহ করে ফেলার পর ক্ষমা পাবে কি পাবে না- এমন দোলাচালে যেন দোদুল্যমান না থাকে সেজন্য রসূল (স.) তার উম্মতকে মহান আল্লাহর আশার বাণী শুনিয়ে তাদের হতাশ হওয়া দূর করেছেন। তিনি বলেন, বান্দার পাপ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর সে যদি তাওবা করে তাহলে আল্লাহ অবশ্যই তার তাওবা কবুল করবেন।
মোদ্দাকথা বইটা আপনাকে ক্ষমা চাওয়ার প্রতি আগ্রহী করে তুলবে এবং সে সাথে আল্লাহর বড়ত্ব, বান্দার প্রতি আল্লাহর পরম অনুগ্রহ, মমতা, ভালোবাসা সর্বোপরি মানুষের মনের মধ্যে আল্লাহর প্রতি সুধারণার বীজ বপন করবে। এই বইটা গোপনে গুনাহ হয়ে গেলে কি করতে হবে সেটার উত্তর হাদিসের বদৌলতে জানিয়ে দেবে। গোপনে গুনাহ হয়ে গেলে কোন উপায়ে সর্বোত্তম আমল করতে হবে এ বিষয়টা বইটা পড়ার আগে আমার জানা ছিল না।
অনুবাদকদ্বয়ের অনুবাদের মান: অনুবাদকদ্বয়ের অনুবাদের মান বেশ ভালো। পড়ামাত্র বইয়ের বিষয়বস্তু সহজে বুঝতে পেরেছি। নাটক-সিনেমার শিল্পীদের বয়স বাড়তে থাকলে সাধারণ মানুষের নিকট তাদের মূল্য দিনদিন কমতে থাকে। কিন্তু আমার অনুবাদক ভাই দুইজন বরকতপূর্ণ ইলমীকাজ করতে করতে একসময় বয়সের ভারে নতজানু হয়ে গেলেও সাধারণ মানুষের নিকট মিডিয়ার শিল্পীদের মতো কদর বয়স বাড়ার সাথেসাথে কমে যাওয়ার বদলে উল্টো বেড়ে যাবে। যেটা মিডিয়ার শিল্পীদের সাথে আলিমদের পুরোপুরি বিপরীত দিক। আল্লাহর রঙ যারা ধারণ করে, আল্লাহ তাদের মর্যাদা সাধারণ মানুষের নিকট বাড়িয়ে দেন।
Reviews
There are no reviews yet.